বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আহ্বান উপেক্ষা করে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে জার্মানি ও ফ্রান্স। সেপ্টেম্বর থেকে এই দুটি দেশ বুস্টার ডোজ দেওয়া শুরু করবে। বিশ্বের সব মানুষ টিকার আওতার আসার আগ পর্যন্ত বুস্টার ডোজ না দিতে ডব্লিউএইচওর আহ্বান উপেক্ষা করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে দেশ দুটি।
ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকাদানের ব্যবধান ক্রমেই বাড়ছে। আর তা কমিয়ে আনতেই বুস্টার ডোজের প্রয়োগ বন্ধ রাখার তাগিদ দিয়েছেন তিনি। করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেলটা ভ্যারিয়েন্ট মোকাবিলায় টিকার বুস্টার ডোজ প্রয়োগের ওপর জোর দিচ্ছে বিভিন্ন দেশ। আর সেই সময়েই তা প্রয়োগ বন্ধ রাখার তাগিদ দিয়েছিল ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মে মাসে বিশ্বের ধনী দেশগুলো প্রতি ১০০ জন মানুষের জন্য প্রায় ৫০ ডোজ টিকা প্রয়োগ করেছে। এরপর এই সংখ্যা আরো বেড়েছে। কিন্তু নিম্নআয়ের দেশগুলো সরবরাহ ঘাটতির কারণে প্রতি ১০০ জনের জন্য মাত্র ১.৫ ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে।