ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ৪২ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
আটককৃতরা হলেন- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেস (২২)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা সীমান্তের ভাতুরিয়া গ্রামের ৩৪৭ এর ৬ এস এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ জনকে বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। তারা নিতান্তই গরিব মানুষ। কাজের জন্যই ভারত গিয়েছিল। পরে তাদের হরিপুর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।