ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে একই পরিবারের ৪টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৭ মে) বিকেলে স্থানীয়রা কবরস্থানে গরু-ছাগল চরাতে গিয়ে কবরগুলোর মাটি খোঁড়া দেখতে পায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই কবরস্থানে ঢুকে একই পরিবারের চারজনের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি। কারা এ ঘটনার সাথে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।