আগামী মঙ্গলবার (১০ আগস্ট) শেষ হচ্ছে চলমান বিধিনিষেধ। এরপর বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হবে ট্রেন চলাচল। আর তাই সোমবার (৯ আগস্ট) সকাল থেকে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকেট।
আজ সকাল ৮টা থেকে ১১, ১২ এবং ১৩ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সার্ভার জটিলতার কারণে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টা ৫ মিনিটে।
নাম না প্রকাশের শর্তে কাউন্টারে থাকা কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সকাল আটটায় সার্ভার ওপেন করে টিকিট বিক্রির অর্ডার সাবমিট করেছিলাম। কিন্তু অর্ডার সাবমিট হচ্ছিল না। অনেক চেষ্টা করে এক ঘণ্টা পর সকাল ৯টায় সার্ভার জটিলতা কাটিয়ে উঠেছে। এখন টিকিট বিক্রি করছি।
জামালপুরগামী তিস্তা ট্রেনের ১২ তারিখের টিকিট কাটতে এসেছেন রেদওয়ানুল হক। তিনি ঢাকা পোস্টকে বলেন, ভিড় হবে ভেবে সকাল ৫টায় এসে ১৪ নম্বর কাউন্টারে দাঁড়িয়েছে। ৮টায় কাউন্টার খুলেছে কিন্তু টিকেট দিচ্ছিল না। বলল সার্ভার জটিলতা। এক ঘণ্টা পাঁচ মিনিট পর (অর্থাৎ ৯টা ৫ মিনিটে) টিকিট পেয়েছি।
মনিরুজ্জামান নামে একজন বলেন, ভোর ৬টায় এসে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। সার্ভার ঠিক হওয়ার পর টিকিট পেয়েছি। টিকিট হাতে পেয়েছি খুব ভালো লাগছে।
১১ আগস্ট থেকে ঢাকাসহ সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। করোনার কারণে আগে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করলেও এবার শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে।