আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি এক বিবৃতিতে জানায়, দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মোট ৩৮ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেয়া ৯ দলের জন্যই থাকছে এই প্রাইজমানি।
এছাড়া শুক্রবার আইসিসি বিবৃতিতে আরও জানায়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। সঙ্গে ট্রফি থাকছেই। অপরদিকে রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৮ লাখ ডলার। তবে ম্যাচ ড্র হলে মোট ২৪ লাখ ডলার দুই দল ভাগাভাগি করে নেবে।
অন্যদিকে দ্বিতীয় আসরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। তালিকায় চতুর্থ হওয়া ইংল্যান্ডের জন্য থাকছে সাড়ে তিন লাখ ডলার। এরপর পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার।
অপরদিকে তালিকায় ষষ্ট স্থানে নিউজিল্যান্ড, সপ্তম স্থানে পাকিস্তান ও ৮ম স্থানে ওয়েস্ট উইন্ডিজ ও নবম স্থানে থাকা বাংলাদেশ সবাই পাচ্ছেন ১ লাখ ডলার (যা বাংলাদেশি টাকায় ১ কোটি)।