কক্সবাজারে টেকনাফের হ্নীলার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা হ্নীলা এলাকার ডায়মন্ড নামে হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন স্থানীয় পুরুষ ও ৩ জন রোহিঙ্গা নারী।
আটককৃতরা হলেন- হোয়াইক্যং উনচিপ্রাংয়ের মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), দৈংগাকাটার মো. সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫), হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ (৫৫), পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০), জাদিমুরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০) ও আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণী।
তিনি জানান, রোববার বিকেলে টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলার আবাসিক হোটেল ডায়মন্ডে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।