কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত কিশোর মোহাম্মদ হামিমকে উদ্ধার করার সময় পারভেজ মোশারফ (১৯) ও নুরুল আফছার (১৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টায় মোহাম্মদ হামিম জুমার নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সেলিম নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, যিনি হামিমকে শাহপরীরদ্বীপে বেড়াতে নিয়ে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও হামিম বাড়িতে না ফিরলে তার মা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ৫ অক্টোবর রাত ১১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, তার ছেলে অপহরণকারীদের হাতে বন্দী এবং মুক্তিপণ হিসেবে ৭০ হাজার টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হামিমকে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর হামিমের মা টেকনাফ মডেল থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তারা দ্রুত অভিযানে নামেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ৬ অক্টোবর বিকেল ৫টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজ মোশারফ ও নুরুল আফছারকে আটক করা হয় এবং মোহাম্মদ হামিমকে উদ্ধার করা হয়।
পরে হামিমের মা টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করলে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা রুজু করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এই অভিযানের মাধ্যমে অপহৃত কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অপহরণকারীদের আইনের আওতায় আনা হয়েছে।