আগ্রাসী ক্রিকেটের উন্মাদনা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিল আফগানিস্তান। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নবাগত উগান্ডা। পুঁচকে উগান্ডাকে উড়িয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে আফগানরা। ১৮৪ রানের লক্ষ্য বেঁধে দেয়ার পর রশিদ খানের দল উগান্ডাকে অল আউট করেছে ৫৮ রানে, ফলে রেকর্ড জয় নিশ্চিত করেছে আফগানরা।
এদিকে উগান্ডা ৫৮ রানে আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করলেও এটিই বিশ্বকাপের সবথেকে কম রান নয়। সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে এর চেয়েও কম দলীয় স্কোর করার নজির আছে। সর্বনিম্ন রানের হিসেবে উগান্ডার করা ৫৮ রানব আছে এ তালিকার ৪ নম্বর স্থানে।
বিশ্বকাপের ইতিহাসে সবথেকে কম রান করার লজ্জার রেকর্ডটি নেদারল্যান্ডসের। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে এ রেকর্ডে নাম লেখায় ডাচরা। সেবার চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে নেদারল্যান্ডস অল আউট হয় মাত্র ৩৯ রানে।
এদিকে সবথেকে কম রান করার তালিকায় দ্বিতীয় স্থানেও আছে ডাচরা। ২০২১ বিশ্বকাপেও এমন লজ্জার মুখোমুখি হতে হয়েছিল নেদারল্যান্ডসের। এবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কাই। শারজাতে অনুষ্ঠিত ম্যাচে ডাচরা অল আউট হয়ে যায় ৪৪ রানে।
আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মারকুটে ব্যাটারদের তালিকা করলে ক্যারিবীয় ক্রিকেটাররাই থাকবেন এগিয়ে। তবে আগ্রাসী ব্যাটার থাকার পরও ওয়েস্ট ইন্ডিজও একবার অল আউট হয়েছিল ৫৫ রান করেই। ২০২১ বিশ্বকাপেই দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জার মুখোমুখি হয়ে ক্যারিবীয়রা। সর্বনিম্ন স্কোরের তালিকায় তাই তিন নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজই।
এদিকে এ তালিকায় বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। ২০১৬ সালে ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টাইগাররা করেছিল ৭০ রান। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ৭৩ রানে অল আউট হওয়ার রেকর্ডও আছে লাল-সবুজের দলের।