আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোমো প্রকাশ করে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে আইসিসি। পুরো ভিডিও প্রকাশ না করলেও ইতোমধ্যেই জানা গেছে কারা গাইলেন এবারের থিম সং।
বিশ্বকাপের এই থিম সং নিয়ে শন পল বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান নাচের সঙ্গে সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ ও সকা সংগীত তো থাকছেই।’
এদিকে বিশ্বকাপের থিম সং যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে পার্টির মতো আমেজ নিয়ে আসবে জানিয়ে কেস বলেন, ‘আমাদের সবার লক্ষ্য বিশ্বকে একত্র করা। তাই আমরা ক্রিকেটে গানের সুরে সুর বেঁধেছি, যা খুবই শক্তিশালী এক মাধ্যম। শন পল ও তানোর এই সৃষ্টি অসাধারণ। বিশ্বব্যাপী সবাইকে এই গান গাইতে, শুনতে তর সইছে না। এই গান ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে পার্টির মতো আমেজ নিয়ে আসবে।’