২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেমন উত্তাপ ছড়িয়েছে, ঠিক তেমনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজও ক্রিকেট ভক্তদের বাড়তি উত্তেজনার খোরাক জুগিয়েছে। এর মধ্যেই ২০২২ সালের টি-টোয়েন্টিতে ঝড় তোলা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা ক্রিকেটার বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আজ (বৃহস্পতিবার) আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের ৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আসর সেরা হওয়া স্যাম কারান, ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব, পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা রয়েছেন সেই তালিকায়।
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
২০২২ সালের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিজওয়ান। ২৫টি ম্যাচ খেলে তার মোট রান ৯৯৬।
যার মধ্যে ফিফটি আছে ১০টি। তাছাড়াও উইকেটের পেছনে গ্লাভস হাতে নিয়েছেন ২৫টি ক্যাচ। চলতি বছরে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১ নম্বরেও উঠেছিলেন এই ডানহাতি।
সূর্যকুমার যাদব (ভারত)
৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এই বছর ৩১ ম্যাচে করেছেন ১ হাজার ১৬৪ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বার কোনো ব্যাটার এক বছরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে তিনটি অর্ধশতক রয়েছে সূর্যকুমারের। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও ১ নম্বরে আছেন এই মুম্বাই ইন্ডিয়ানস তারকা।
স্যাম কারান (ইংল্যান্ড)
ইংলিশ বাঁহাতি বোলার কারান ছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের কারিগর। পুরো বছরে মোট ১৯টি ম্যাচ খেলে নিয়েছেন ২৫টি উইকেট। বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছিলেন তিনটি উইকেট।
এরসঙ্গে ফাইনালে ম্যাচসেরার পাশাপাশি আসর সেরার পুরস্কারও ওঠে আইপিএলের নিলাম ইতিহাসের রেকর্ডবুককে তছনছ করে দেওয়া এই ইংলিশ অলরাউন্ডারের হাতে।
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
জিম্বাবুয়ের এই তারকা অলরাউন্ডার এই বছর খেলেছেন ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৭৩৫ রান, উইকেট নিয়েছেন ২৫টি।
তার অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব পেরিয়ে তার দল জায়গা করে নেয় সুপার টুয়েলভে। তাছাড়াও সুপার টুয়েলভে বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে বল হাতে নেন ৩ উইকেট। সেই ম্যাচে জিম্বাবুয়ে জেতে ১ রানে।