অ্যাডিলেডে জস বাটলারের ছক্কার পর উল্লাসিত ইংল্যান্ড ক্রিকেট দল। বিপরীতে ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে একরাশ হতাশা। ঘটনা ২০২২-এর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের। এই ম্যাচের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। ভারতের জার্সিতে গত ১৪ মাস পর আফগান সিরিজ দিয়ে মাঠে ফেরে রোহিত।
ইন্দোরে কাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমে অনন্য এক মাইলফলক অর্জন করেন রোহিত শর্মা। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম ম্যাচ খেলেন তিনি। বিশ্বের কোনও ক্রিকেটের দেশের হয়ে এতগুলি ম্যাচ খেলেননি। এছাড়া প্রথম ক্রিকেটার হিসাবে দেশের হয়ে ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোহিত।
ভারতীয়দের মধ্যে রোহিতের পরে এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। রবিবারের ম্যাচটি ধরে ১১৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। রোহিত এবং বিরাট ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে ভারতের হয়ে খেলেননি। তাঁরা দু’জনেই আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরেছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে এই দুই তারকাকে।