নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টার্গেট বিভ্রাটের ঘটনায় ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ম্যাচের পর বলেন, ‘আমার মনে হয় আমি কখনো এমন কোনো ম্যাচ দেখিনি। কেউ জানতাম না লক্ষ্য কত, ডাকওয়ার্থ লুইসের হিসেব কীভাবে হচ্ছে। ম্যাচ শুরু হয়ে গেছে অথচ কেউ জানেই না কত রান করতে হবে। এমনটি দেখা মোটেও সুখকর নয়। অবশ্য ম্যাচ রেফারি জেফ ক্রো এমন কাণ্ডে দুই দলের কাছে ক্ষমা চেয়েছেন।’
নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশের টার্গেট ঠিক করা নিয়ে রীতিমতো নাটকই মঞ্চস্থ হয়েছে। টার্গেট বিভ্রাটে পড়ে গিয়েছিল সফরকারীরা। ব্যাটিংয়ে নামার পর দুই দফা পরিবর্তন হয়েছে বাংলাদেশের টার্গেট। ১৬ ওভারে ১৪৮ রানের টার্গেট জেনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৯ বল পরই খেলা বন্ধ করা হয়। ম্যাচ রেফারি জেফ ক্রোর রুমে দেখা যায় বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো, ম্যানেজার সাব্বির খানকে। ৫ মিনিট বিরতির পর জানা গেল বাংলাদেশের টার্গেট ১৬ ওভারে ১৭০ রান। বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার শেষে চূড়ান্ত টার্গেট দাঁড়ায় ১৭১ রান। আন্তর্জাতিক ম্যাচে এমন অপেশাদার আচরণ অতীতে দেখা যায়নি।