টাইগাররা ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ২০২৩ সাল থেকে পরের চার বছরে ৪০ টেস্ট, ৭০ ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডেতে দল হিসেবে দাঁড়িয়ে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না বাংলাদেশ। এফটিপিতে তাই সামনে টেস্ট আর টি-টোয়েন্টিতে ম্যাচ রাখা হয়েছে অনেক।
২০০০ সালে টেস্ট অভিষেকের পর বাইশ বছরে বাংলাদেশ খেলেছে ১৩০টি টেস্ট। ২০২৩ থেকে পরের চার বছরেই টাইগাররা খেলবে ৪০ টেস্ট। গণমাধ্যমকে আজ (রোববার) এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
তিনি বলেন, ‘আলাপ-আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট, ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিস ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এর মধ্যে ত্রিদেশীয় সিরিজও খেলতে পারি।’
তার মানে সবকিছু মিলিয়ে বাংলাদেশের ম্যাচের সংখ্যা অনেক বাড়ছে পরের এফটিপিতে। সংযুক্ত আরব আমিরাতে আইসিসির সর্বশেষ মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের পালা।