প্রথম পর্বে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সেরা সাফল্য পেয়েছিল টাইগাররা। মিরপুরে একমাত্র টেস্টে জয়ী হয়েছিল রেকর্ড রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় পর্বে তিন ম্যাচ ওয়ানডের শেষটিতে জয় পেলেও প্রথম দুইটি হারায় সিরিজ হাতছাড়া হয়। তবে সফরকারীদের বিপক্ষে আজ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়ার সুযোগ সাকিব আল হাসানের দলের।
সিলেটে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২ উইকেটে জয়ী হয়েছে বাংলাদেশ। শেষ ওভারে সে নাটকীয় জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। তাই আজকের ম্যাচেও সফরকারীদের হারাতে পারলে প্রথমবারের মত তাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
আফগানদের বিপক্ষে সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া আজকের ম্যাচটি দিয়েই এ বছর শেষ বারের মত টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা। এদিকে প্রথম ম্যাচ জয়ের পর গতকাল শনিবার বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন দলের সদস্যরা।
রঙিন পোশাকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এ নিয়ে তৃতীয়বারের মত সিরিজ খেলতে চলেছে দুই দল। আর এতে পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে আছে আফগানিস্তানই। ২০১৮ সালে ভারতের দেরাদুনে প্রথম ট-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার আফগানদের বিপক্ষে তিনটি ম্যাচই হেরে ধবল্ধোলাই হয়েছিল টাইগাররা।
এরপর ঘরের মাঠে ২০২২ সালে দুই ম্যাচের একটি সিরিজ খেললেও তা ড্র করে বাংলাদেশ। এছাড়া সফরকারীদের বিপক্ষে চলতি সিরিজের আগে টি-টোয়েন্টিতে মোট ৯ বার মুখোমুখি হলেও টাইগাররা জয় পেয়েছে মাত্র তিনটিতে।