মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের মনোনয়ন বৈধতা পেয়েছে। তবে বাতিল হয়েছে অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একমাত্র নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা কে এম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার (১৯ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে দুজনকে বিধি অনুযায়ী বাতিল করা হয়েছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রাহাত খান রুবেলের ঋণখেলাপি রয়েছে। বাতিল হওয়া অপর স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝির আড়াইশ মানুষের সই সমর্থনপত্রের মধ্যে পাঁচজনকে ফোন করা হয়। চারজনের সমর্থন পাওয়া গেলেও অপরজনের ভোটার নম্বরের সঙ্গে গড়মিল পাওয়া যায়। এজন্য তারও মনোনয়ন বাতিল করা হয়েছে।’
টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্যপদে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৬ জন। ইভিএম পদ্ধতিতে মোট ৮৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।