দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা।
চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ফুঁসছে স্থানীয় আওয়ামী লীগসহ সাধারণ মানুষ। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ এবং ঝাড়ু মিছিল করেছেন তারা। উঠেছে অপসারণের দাবিও।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মেরুং ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
দীঘিনালার বেতছড়ি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেরুং উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হলেও পরবর্তীতে তা প্রতিবাদ সভায় রূপ নেয়।
মেরুং উত্তর ইউননিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মেরুং উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মেরুং ইউনিয়ন (দক্ষিণ) যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ছগির হোসেন, বেতছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও আলমগীর হোসেন প্রমূখ।
এ সময় মেরুং ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
তবে মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে।