গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়ে ১৬২ রান করে রংপুর। ধীরগতিতে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। সাইফ ১৮ বলে ১৮ রান করে ফিরেন এবং সৌম্য করেন ৩৬ বলে ৩৫ রান।
একটা সময় রংপুরের রান রেট ৬ এর নিচে নেমে যায়। এরপর নুরুল হাসান সোহানের ১০ বলে ১৮ রান এবং কাইল মেয়ার্স-ইফতেখার আহমেদের ৪৩ বলে ৭৬ রানের জুটিতে খেলায় ফিরে রংপুর। মেয়ার্স ৩১ বলে ৪৪ রান এবং ইফতেখার ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। গায়ানার হয়ে মোতি ও ইমরান তাহির দুটি করে উইকেট তুলে নেন।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরতেই রহমানউল্লাহ গুরবাজকে হরালেও দ্বিতীয় উইকেট চাপ সামলে নেয় গায়ানা। জনসন চার্লস ও মঈন আলী মিলে ৩০ বলেন তোলেন ৪৮ রান। সপ্তম ওভারে স্পিনার হারমিত সিংয়ের বলে বোল্ড হয়ে ফিরেন ২৮ বলে ৪০ রান করা চার্লস। ১৮ বলে ২৭ রান করে মঈন শিকার হন শামসির।
১৫তম ওভারে রাদারফোর্ডকে ১৯ রানে ও ১৭তম ওভারে শিমরন হেটমায়ারকে ১৩ রানে ফিরিয়ে রংপুরকে জয়ের আশা জাগান খালেদ আহমেদ। শেষ দুই ওভারে ২০ রান দরকার ছিল গায়ানার, ১৯ তম ওভারের প্রথম ৪ বলে খালেদ দিলেন ১১ রান। তবে শেষ দুই বলে প্রিটোরিয়াস ও শামার স্প্রিঙ্গারকে তুলে নিয়ে দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে যান এই পেসার।
শেষ ওভারে গায়ানার লাগতো ৯ রান। আজমতুল্লাহ ওমরজাই বল করতে এসে প্রথম বলেই ভিসাকে আউট করেন। এতেই ৫ বলে আগেই গায়ানা ১৫৪ রানে গুটিয়ে গেলে ৮ রানে জয় পায় রংপুর রাইডার্স।
৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার খালেদ আহমেদ। রোববার হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স।