আগামী সোমবার (২ জানুয়ারি) থেকে দলের সিনিয়র নেতাদের জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পূর্ব ঘোষিত রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার বিষয়ে জনমত গঠন ও প্রচারের লক্ষ্যে জেলা পর্যায়ে তাদের এ সফরের পরিকল্পনা।
এ নিয়ে শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, সারাদেশে বিভাগীয় পর্যায়ে ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে সাংগঠনিক কাজের অংশ হিসেবে জেলা সফরে যাবেন সিনিয়র নেতারা। বিশেষভাবে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ২৭ দফার ব্যাপক প্রচার ও জনমত গঠন করা হবে।
আগামী ২ জানুয়ারি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা জেলা সফরে যাবেন। রোববারের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা চূড়ান্ত করার কথা।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আব্দুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, আহমেদ আযম খান, উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ইসমাঈল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ উপস্থিত ছিলেন।