জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে রাজধানীর ভাটারা থানার মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে এক দিনের জন্য আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ মামলা সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট রাত ১০টার দিকে । পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পিয়াসার দেওয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের মোহাম্মদপুর বাবর রোডের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়।
তাকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। পুলিশ এসব ঘটনায় মামলা করে ।