জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দিনজুড়ে প্রচার হবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান।
সংসদ ভবনের সামনে মঞ্চস্থ সাংস্কৃতিক পরিবেশনা সরাসরি সম্প্রচার শুরু হবে সকাল ১১ টায়। দিনজুড়ে আয়োজনের অংশ হিসেবে চলবে আলোচনা, শিল্প-সাহিত্যে ও সংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া বিভর্ষ ঘটনা।
অনুষ্ঠান সূচিতে যা থাকছে, ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে সম্প্রচার হবে জুলাই শহীদদের স্মরণে ড্রোন শো-এর শৈল্পিক উপস্থাপন।
রাত ৯টায় মামুন মাহমুদের প্রযোজনায় প্রচার হবে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠান। ফারুক ওয়াসিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টায় বিটিভির দর্শকরা দেখতে পাবেন রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত নাটক ‘রাহুগ্রাস’, যার প্রযোজনা করেছেন আবদুল্লাহ আল মামুন।