জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিয়ে যুক্তরাষ্ট্র দিনভর বৈঠক করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে, মার্কিন প্রতিনিধি দল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। পরে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং প্রসিকিউশন টিমের সঙ্গে দুপুরে বৈঠক করেন।
বৈঠকে প্রধানত আলোচনা হয়, জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নিয়ে। যদিও বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও, প্রতিনিধি দলের প্রধান জানান, এই বিষয়গুলোর ওপর আলোচনা হয়েছে।
এছাড়া, প্রসিকিউশন টিম মার্কিন প্রতিনিধি দলের কাছে হারিয়ে যাওয়া এভিডেন্স (প্রমাণ) সংগ্রহে সহযোগিতা চেয়েছে। তবে, কীভাবে ডিজিটাল এভিডেন্স সংগ্রহে মার্কিন দল সহায়তা করবে, তা পরে জানানো হবে বলে তারা জানিয়েছেন।
১৮ নভেম্বর আনিসুল হক, সালমান এফ রহমানসহ গ্রেফতার হওয়া ১০ মন্ত্রী ও ২ উপদেষ্টাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।