নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, জার্মানি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সমর্থন না করে বরং হামাসকে পুরস্কৃত করছে।
এর আগে, শুক্রবার (৮ আগস্ট) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন।
এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহরের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ঐতিহাসিকভাবে, জার্মানি হলোকাস্টের কারণে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন বজায় রেখে এসেছে। তবে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ বাড়ার কারণে জার্মানির এই অবস্থান পরিবর্তন হলো।

জুন মাসে জার্মান পার্লামেন্টে দেওয়া এক উত্তর অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ২০২৫ সালের মে মাসের মাঝামাঝি পর্যন্ত জার্মানি ইসরায়েলে ৪৮৫ মিলিয়ন ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানি অনুমোদন করেছিল।