ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ। শেরপুরে পুলিশ পরিচয়ে ০৫ ডিসেম্বর রোববার রাত ১১টার দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচরে এ ঘটনা ঘটে। আটকরা শেরপুর পৌর শহরের মীরগঞ্জ মহল্লার বাসিন্দা আলিফ ও আরাফাত।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। তিনি ডুবারচর এলাকায় এলে পুলিশ পরিচয়ে তার পথ আটকায় দুই যুবক। এরপর মাদক উদ্ধারের নামে তার শরীরে তল্লাশি চালান। তারা প্রধান শিক্ষকের সঙ্গে থাকা মোবাইল ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এসে তাদের আটক করে। পরে টহল পুলিশ এসে তাদের আটক করে সদর থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আলিফ ও আরাফাত দুজনই চিহ্নিত অপরাধী। আলিফ একটি মামলায় এক সপ্তাহ আগে জামিনে বেরিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ছিনতাইয়ের মামলা চলমান রয়েছে।