জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দানীউল হক মারা গেছেন।
৭ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক মহাম্মদ দানীউল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা শেষে অবসর গ্রহণ করেন। ষাটের দশকে গল্প ও রম্যরচনায় পরিচিতি লাভ করলেও দানীউল হক পরবর্তীকালে সমালোচনা এবং প্রবন্ধধর্মী রচনায় নতুনভাবে পরিচিতি লাভ করেন।
চট্টগ্রামে বেড়ে ওঠা অধ্যাপক দানিউল হক ১৯৪৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের কামাউড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে বাংলায় স্নাতক ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
বাংলাদেশে ভাষা-বিজ্ঞানের আধুনিক ধারার প্রবক্তাদের মধ্যে আশির দশক থেকে অন্যতম হয়ে উঠেন দানীউল হক। “ভাষাবিজ্ঞানের কথা” বাংলা ভাষা নিয়ে তার বিখ্যাত গবেষণাধর্মী গ্রন্থ। একজন শিক্ষক হিসেবে তার সততা ও সাহসিকতার পরিচয় ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।
অধ্যাপক দানীউল হকের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছত্রীগণ।
অধ্যাপক দাণীউল হকের নামাজের জানাজা আজ রোববার বাত জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের জানাজায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীগণ।