এশিয়ান হকি ফেডারেশনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ১২ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প ডাকা হয়েছে। পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে, কোনো খেলোয়াড় যদি করোনার টিকা না নিয়ে থাকেন তাহলে বিকেএসপির ক্যাম্পে প্রবেশ করতে পারবেন না। ইন্দোনেশিয়ায় গিয়ে প্রথম তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে। টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত বায়োবালে থাকতে হবে। টুর্নামেন্ট চলাকালে মাঠ আর হোটেলের বাইরে কোথাও যাবে না।
গত ডিসেম্বরে ঢাকায় এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ হওয়ার পর আন্তর্জাতিক খেলাও ছিল না। ঘরোয়া কোনো খেলাও হয়নি। এখন জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ডাকা হয়েছে। ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ হকি হবে। সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে। খেলা হবে ১১ থেকে ১৮ মার্চ। কয়টি দল অংশগ্রহণ করবে সেটি বলতে পারেননি বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি গতকাল বললেন, ‘আট-দশটি দল খেলবে। সেটি দ্রুতই আমরা জানতে পারব। এশিয়ান হকি ফেডারেশন জানাবে।’
এএইচএফ কাপের প্রাথমিক দল :