জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম তফসিল ঘোষণা করেন। গঠনতন্ত্রের ৮(খ) ধারা মোতাবেক এ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, সোমবার বিকেলে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশের পর, ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল, প্রার্থী তালিকা প্রকাশ ও মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনের সদস্য এবং হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সহযোগিতা করবে।