সামাজিক যোগাযোগ মাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচুর অবৈজ্ঞানিক আলোচনা চলে। অনেকেই বিজ্ঞাপনের মাধ্যমে সেসব ধারণা প্রচার করেন। তবে এবার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে টুইটার। কোম্পানিটি জানিয়েছে, তাদের প্লাটফর্ম ব্যবহার করে জলবায়ু পরিবর্তন অস্বীকার করে কিংবা অবৈজ্ঞানিক তথ্য সম্বলিত বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ খবর দিয়েছে সিএনইটি।
খবরে জানানো হয়, শুক্রবার ধরিত্রী দিবস উপলক্ষে প্রকাশিত একটি ব্লগে টুইটার এই ঘোষণা দেয়। টুইটারের বিজ্ঞাপন নীতি অনুযায়ী ‘অসঙ্গত বা অনুপযুক্ত’ বিজ্ঞাপন প্রচার করে না সামাজিক যোগাযোগ মাধ্যমটি। শুক্রবার কোম্পানিটি জানিয়েছে, এখন থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে অবৈজ্ঞানিক যে কোনো তথ্যকে অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে এবং এগুলোর প্রচার বন্ধ করা হবে। এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি যে, জলবায়ু পরিবর্তন অস্বীকার করে বানানো কনটেন্ট টুইটারের অনুমোদন দেয়া উচিৎ নয়। কারণ, এ ধরণের বিজ্ঞাপন জলবায়ু পরিবর্তনের সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেয়।