কিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ রাওয়ালপিণ্ডি থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা স্থগিত করতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। জঙ্গি গোষ্ঠীগুলো থেকে ইমরানের লং মার্চে হামলা হওয়ার হুমকি আছে উল্লেখ করে গতকাল শুক্রবার সানাউল্লাহ বলেন, তাঁর (ইমরান) উচিত এই বিক্ষোভ পদযাত্রা পিছিয়ে দেওয়া।
এ মাসের শুরুর দিকে লং মার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে গুলি হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর ইমরান খান বলেছিলেন, তিনি আবার ২৬ নভেম্বর থেকে এই বিক্ষোভযাত্রা শুরু করবেন। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলছেন, ইমরান খানের জীবনের নিরাপত্তায় ঝুঁকি আছে। শনিবার ইমরানের নেতৃত্বে লং মার্চের যাত্রা শুরু করার জন্য সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সমবেত হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের দৈনিক দ্য ডন।
এই প্রস্তুতি চলার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ এক টুইটে বলেছেন, ‘শনিবার পাকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে সম্ভাব্য হামলার হুমকি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর রেড এলার্ট ইস্যুর প্রেক্ষিতে আমরা একটি নির্দেশনা জারি করেছি। ইমরানের উচিত তাঁর পরিকল্পনা পিছিয়ে দেওয়া। কারণ রাষ্ট্রবিরোধী শক্তি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’
তবে এই হামলার আশঙ্কা এবং সন্ত্রাসী হামলার হুমকি থাকার সতর্কবার্তা নিয়ে ইমরান খানকে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদেরকে এই পিটিআই নেতা বলেন, তিনি সতর্ক রয়েছেন।