শনিবার (১৪ ডিসেম্বর) রাতে অপহৃত কলেজছাত্র ফেরদৌসকে নরসিংদীর মাধবদী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
কলেজছাত্র ফেরদৌস সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত হাবিল সরকারের ছেলে। তিনি সরকারি শাহ সুলতান কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ গ্রেফতার দুই নারীর নাম-পরিচয় প্রকাশ করেননি। তবে তারা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার রাত ২টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় র্যাবের পোশাক পরে ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি ফেরদৌস সরকারকে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। এরপর তারা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে তিন লাখ টাকা দেন। ফেরদৌসকে র্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেনি এটি নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন বলেন, অপহৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জ গিয়েছেন। র্যাবের পোশাক পরে এবং র্যাব পরিচয়ে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতারেও অভিযান চলছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, র্যাবের পোশাক পরা ওই ব্যক্তিরা র্যাবের কেউ না। তারা সবাই অপহরণকারী দলের সদস্য। আমরাও তাদের ধরতে কাজ শুরু করেছি। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।