পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. রাকিব শেখকে (৩২) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাকিবকে বহিষ্কারের বিষয় জানায়। উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রকিব শেখ গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার সাতকাছিমা থেকে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন। এ অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল- নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. রকিব শেখকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, নাজিরপুর সদর ইউনিয়ন শাখা, পিরোজপুর) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, গ্রেফতার ওই ছাত্রলীগ নেতা পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদক কারবারি। মাদক বেচা-কেনা কালে পুলিশের তাকে হাতে-নাতে গ্রেফতার করে।