চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছিল বার্সেলোনা। এএস মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। এদিকে লা লিগায়ও টানা সাত ম্যাচ জয়ের পর গত শনিবার ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত হয় হান্সি ফ্লিকের শিষ্যরা। হারের সেই ক্ষত নিয়েই গতকাল চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামালরা।
ঘরের মাঠে ইয়াং বয়েজের বিপক্ষে এই ম্যাচে দারুণ এক জয়ই পেয়েছে বার্সেলোনা। সুইস ক্লাবটিকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলা কাতালানরা ম্যাচের ৮ মিনিটের মাথায়ই পায় লিডের দেখা।
আর বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। রাফিনিয়ার বাড়ানো বল থেকে দারুণ এক গোল করেন পোলিশ এই তারকা। এরপর নিজের দ্বিতীয় গোলের দেখাও পেয়েছেন তিনি। তার আগেই অবশ্য বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
৩৪ মিনিটে রাফিনিয়া গোল করার মিনিট তিনেক পরেই ব্যবধান ৩-০ করেন ইনিগো মার্তিনেজ। ৩৭ মিনিটে ফ্রি কিক থেকে গোলটি করেন তিনি। এদিকে প্রথমার্ধেই আরও গোলের সুযগ পেয়েছিল বার্সেলোনা। তবে সেসব কাজে লাগাতে পারেননি রাফিনিয়ারা।
প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরপ্ব এক গোল এনে দেন লেভা। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এদিকে ৪-০ গোলে পিছিয়ে থাকা ইয়াং বয়েজ ম্যাচের ৮০ মিনিটে আত্মঘাতী গোল করলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।