আসর শুরুর আগে প্রথম থেকে অষ্টম আসর পর্যন্ত অনেক রেকর্ডে ইতিহাসের জন্ম হয়েছে এ টুর্নামেন্টে। এক নজরে জেনে নেওয়া যাক-
সর্বোচ্চ চ্যাম্পিয়ন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি দু’বার করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। ২০০৬ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়া এবং ২০০২ ও ২০১৩ সালে শিরোপার স্বাদ নেয় ভারত। এর মধ্যে ২০০২ সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে শিরোপা জিতেছিলো ভারত।
সর্বোচ্চ রানার্স আপ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি দু’বার রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। ২০০৪ ও ২০১৩ সালে রানার্স আপ হয় ইংলিশরা।
বড় জয়: রান বিবেচনায় সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১০ রানে জিতেছিলো কিউইরা।
কম ব্যবধানে জয়: সবচেয়ে কম ব্যবধানে জিতেছে ভারত। ২০১৩ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৫ রানে জিতেছিলো ম্যান ইন ব্লুরা।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টিতে জিতেছে তিনি। জয় বিবেচনায় যা সর্বোচ্চ।
সর্বোচ্চ ম্যাচ জয়: চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ভারত। ২৯ ম্যাচ খেলে ১৮টিতে জয় পায় তারা।
সর্বোচ্চ দলীয় রান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় রান নিউজিল্যান্ডের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৭ রান করেছিলো কিউইরা।
সর্বনিম্ন দলীয় রান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বনিম্ন দলীয় রান যুক্তরাষ্ট্রের। ২০০৪ সালে সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪ ওভারে ৬৫ রানে অলআউট হয়েছিলো যুক্তরাষ্ট্র।
ব্যক্তিগত সর্বোচ্চ রান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ১৭ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৭৯১ রান করেছেন তিনি।
সর্বোচ্চ উইকেট: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক নিউজিল্যান্ডের কাইল মিলস। ১৫ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন তিনি।
সর্বোচ্চ ডিসমিসাল: সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড শ্রীলংকার কুমার সাঙ্গাকারার। ২২ ম্যাচে ৩৩ ডিসমিসাল আছে তার। ২৮টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং করেছেন সাঙ্গা।
সর্বোচ্চ ক্যাচ: সর্বোচ্চ ক্যাচের মালিক শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনের। ২২ ম্যাচে ১৫টি ক্যাচ নিয়েছেন তিনি।
সর্বোচ্চ রানের জুটি: যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শেন ওয়াটসন। ২০০৯ আসরে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২৫২ রান করেছিলেন পন্টিং-ওয়াটসন।
সবচেয়ে বেশি ম্যাচ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ২২টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান: সংগ্রাহক তামিম ইকবাল, যিনি ২০১৭ সালে ২৯৩ রান করেছিলেন, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট: সংগ্রাহক মোহাম্মদ রফিক, যিনি ৮ ম্যাচে মোট ৬টি উইকেট নিয়েছিলেন।
উইকেট বিবেচনায় ১ উইকেটে জয় আছে একটি। ২০১৩ সালে কার্ডিফে শ্রীলংকার বিপক্ষে ১ উইকেটে জিতেছিলো নিউজিল্যান্ড।
উইকেট বিবেচনায় সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। ২০০৬ সালে জয়পুরে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ১০ উইকেটে জয় এই একটিই।