২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখন নিজেদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে টাইগারদের। বিশ্বকাপে টানা পাঁচ হারে পয়েন্ট তালিকায় নিচের দিকে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে শীর্ষ আটের মধ্যে না থাকলে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের যোগ্যতা হারাবে সাকিব আল হাসানের দল।
আট দল নিয়ে আইসিসির এই আসরের আয়োজন হতে যাচ্ছে বাবর আজমদের দেশে। যেখানে স্বাগতিক পাকিস্তান সহ আরো সাতটি দেশ খেলবে। কীভাবে বাকি সাত দল নির্ধারণ হবে তা জানিয়েছেন আইসিসির এক মুখপাত্র।
পাকিস্তান ব্যতীত চলমান ওয়ানডে বিশ্বকাপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল জায়গা করে নেবে চ্যাম্পিয়নস ট্রফিতে। আজ জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন আইসিসির এক মুখপাত্র।
চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসরের বাছাই প্রক্রিয়া ঠিক করা হয়েছিল সেই ২০২১ সালেই। তবে চ্যাম্পিয়নস ট্রফি খেলার মানদণ্ড সম্পর্কে অবগত ছিল না অনেক দলই। ফলে তার খেসারত দিতে যাচ্ছে তারা। এবারের বিশ্বকাপ খেলতে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে আগে থেকেই বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে।
ওয়ানডে বিশ্বকাপ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ ৭ দল (পাকিস্তান বাদে) খেলবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এমন সমীকরণের ফলে পরের তিন ম্যাচ মহাগুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। বর্তমানে ৬ ম্যাচ খেলে ৯ নম্বরে রয়েছে সাকিব আল হাসানের দল।
অপরদিকে আফগানিস্তান ও নেদারল্যান্ডস রয়েছে বাংলাদেশের উপরে। এই দুই দলের মধ্যকার ম্যাচও বাকি রয়েছে। যেখানে এক দল জয় পেলেই এবারের বিশ্বকাপে তাদের তিনটি জয় হয়ে যাবে। ফলে শীর্ষ সাতে থাকা তাদের জন্য সহজ হয়ে যাবে। এইদিক দিয়ে একেবারেই পিছিয়ে বাংলাদেশ ৬ ম্যাচে জয় মাত্র একটিতে। ফলে আসন্ন ৩ ম্যাচের ২টিতে কমপক্ষে জয় না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না টাইগাররা।
সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের আসর অনুষ্ঠিত হয়েছিল। ইংল্যান্ডে আয়োজিত সেই আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।