চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। দর্শকদের কৌতূহলের আরেকটি বিষয় হলো টাই হলে কার হাতে শিরোপা উঠবে।
এর আগে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেই লড়াইতেও দুই দলই করে সমান ১৫ রান। তবে সুপার ওভারে বেশি বাউন্ডারি মারায় ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফিটা ঘরে তুলেছিল ইংলিশরা।
এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও যদি সুপার ওভারে গড়াই তাহলে ২০১৯ ফাইনালের মতো বেশি বাউন্ডারি মারা দলকে বিজয়ী ঘোষণা করা হবে না। কারণ, ২০১৯ বিশ্বকাপের ঘটনার পর নিয়ম বদলেছে আইসিসি। নতুন নিয়মের কারণে যতক্ষণ ম্যাচের ফলাফল হবে না ততক্ষণ সুপার ওভারের ম্যাচ হতেই থাকবে।
আর যদি বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে আছে রিজার্ভ ডে। সেক্ষেত্রে সোমবার হবে ম্যাচে। তবে সেদিনও যদি খেলা না হয় তাহলে নিয়ম বলছে দুই দলকেই যৌথ ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ঠিক যেমনটা হয়েছিলো ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত ও শ্রীলঙ্কা।
তবে ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়ার রিপোর্ট বলছে রৌদ্রউজ্জল ঝলমলে আবহাওয়া থাকবে রোববারের দুবাই।
প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১১ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ভারত।
আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। এতে ৫০ রানের জয় পায় নিউজিল্যান্ড।