দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
কাতার বিশ্বকাপের পরই লাতিন আমেরিকার সবচেয়ে বড় এ আসর শুরুর দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল কনমেবল। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী বছরের ২০ জুন শুরু হবে আসরটি। আর পর্দা নামবে ১৪ জুলাই। গত ২১ নভেম্বর উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ করেছে কনমেবল। যেখানে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই।
এদিকে আজ এক টুইট বার্তায় সব ম্যাচের ভেন্যু চুড়ান্ত করে কনমেবল জানিয়েছে, টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। এছাড়া সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে।
এছাড়া ২০২৪ টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো- অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক। কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)। এরপরই পূর্ণাঙ্গ সূচি জানা যাবে।
কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা সবশেষ কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির নেতৃত্বে। তবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল মহলে। মেসিও চাচ্ছেন ২০২৪ কোপা আমেরিকা খেলতে। ধারণা করা হচ্ছে তিনি এই টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে সম্প্রতি তার এক সতীর্থ জানিয়েছে কোপার শিরোপা জিতলে মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন।