আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তৃতীয় লিঙ্গের উর্মি। গত ১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে মনোনয়ন তুলেছেন বলে জানা গেছে। উর্মি গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান উর্মি।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মুখপাত্র আজমাইন আশরাফ বলেন, গাজীপুর-৫ আসন থেকে চারজন প্রার্থী নমিনেশন চেয়ে ফরম তোলেন। তাদের মধ্য থেকে আমরা তৃতীয় লিঙ্গের উর্মিকে শক্তিশালী ও যোগ্য প্রার্থী বিবেচনায় তাকে নমিনেশন দিয়েছি। উর্মিই আমাদের বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হিসেবে সেখান থেকে নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, বিএসপি নেতৃত্বাধীন ৬টি রাজনৈতিক দল নিয়ে লিবারেল ইসলামিক জোট গঠন করা হয়েছে।
উর্মি বলেন, আমি কাগজপত্র ঠিকঠাক করছি। আগামীকাল মনোনয়নপত্র জমা দেব। সকলের কাছে দোয়া ও ভোট চাই।
গাজীপুর-৫ আসনটি কালীগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ হতে ৪২ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত।
এবারের নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এ আসনে নির্বাচন করতে গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আল আমিন দেওয়ান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।