গত বছরের মার্চ মাস থেকে চীনে প্রবেশ এবং চীন থেকে বের হওয়া বন্ধ রয়েছে। বহু মানুষ সেই থেকে চীনে আটকে পড়ে আছেন। বিদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বন করল চীন। ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা দেবে বেইজিং, তবে শর্ত একটাই, নিতে হবে চীনের তৈরি করোনা ভ্যাকসিন।
সংবাদ মাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যায়, এই মর্মে বিভিন্ন দেশের দূতাবাসকে খবর পাঠিয়ে দিয়েছে চীনা প্রশাসন। যেমন সোমবার, আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের টিকা নিলেই ভিসার আবেদন দেওয়ার কাজ শুরু হবে। এই কাজ শুরু হয়েছে এই সপ্তাহ থেকেই। চীন ভূখণ্ডে চাকরিতে ফেরা, ব্যবসা সংক্রান্ত সফর এমনকি পরিবারের সঙ্গে পুনর্মিলনের মতো মানবিক কারণেও দেওয়া হবে ভিসা।
দেশের বিপুল জনসংখ্যার কাছেও দেশীয় টিকা জনপ্রিয় করার চেষ্টা চলছে। এ পর্যন্ত চারটি দেশীয় প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে বেইজিং। কোনও বিদেশি টিকা পায়নি তা। এদিকে আমেরিকা ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, জাপান, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইতালিতে অবস্থিত চীনা দূতাবাস থেকেও একই রকম বিবৃতি দেওয়া হয়েছে।