পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও ডেন্টাল চেয়ার নেই সাড়ে ১৪ বছর। ফলে ব্যাহত হচ্ছে দাঁতের রোগীদের চিকিৎসা কার্যক্রম। জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৯০ সালে ২৭ নভেম্বর একটি ডেন্টাল চেয়ার সরবরাহ পাওয়া যায়।
যা পরবর্তী বছরের ১৩ই নভেম্বর চালু হয়। প্রায় ১৬ বছর পর ২০০৬ সালে ঐ ডেন্টাল চেয়ারটি অকেজো হয়ে পড়ে। ফলে ডেন্টাল সার্জন ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) আগত রোগীরা সাড়ে ১৪ বছর যাবৎ ডেন্টাল চেয়ার অভাবে সুচিকিত্সা থেকে বঞ্চিত হয়ে আসছে। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে রোগীদের ছুটতে হচ্ছে বাইরের চিকিৎসকের কাছে।