বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’র। তামিলনাড়ু, কেরালার পর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে এই ছবি। তবে তা যেন শাপে বর হয়েছে ছবিটির জন্য। কেননা চলচ্চিত্রটি নিয়ে আগ্রহীরা ভিড় করছেন প্রেক্ষাগৃহে। ফলে হু হু করে বাড়ছে ছবিটির আয়। মুক্তির চারদিনে ছবিটি আয়ের ঝুলি বেশ ফুলে ফেঁপে উঠছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির প্রথম দিন সারা দেশের বক্স অফিসে মোট ৮ কোটি ৩ লক্ষ রুপির ব্যবসা করেছিল। স্বল্প বাজেটের ছবির ক্ষেত্রে যা অনেকটাই বেশি। হিন্দি-সহ আরও চারটি আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।
ছবিটির দ্বিতীয় দিনের প্রথম দিনকেও ছাপিয়ে গিয়েছে। বেড়েছে প্রায় ৪০ শতাংশ। শনিবার, ৬ মে এই ছবির মোট বক্স অফিস রোজগারের পরিমাণ ছিল ১২ কোটি ৫০ লক্ষ রুপি। মুক্তির তৃতীয় দিন ছবিটি সারা দেশে মোট ১৬ কোটি ৫০ লক্ষ রুপির ব্যবসা করেছে।
ধারণা করা হয়েছিল, চতুর্থ দিন সোমবার হওয়ায় ছবিটির আয়ের পরিমাণ কিছুটা কমবে। কিন্তু ‘কেরালা স্টোরি’র অশ্বমেধের ঘোড়া থামার লক্ষণ নেই। এদিন প্রায় ১০ থেকে ১১ রুপির ব্যবসা করেছে ছবিটি।
সব মিলিয়ে চার দিনে ‘কেরালা স্টোরি’ প্রায় ৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে। আজ মঙ্গলবার পর্যন্ত এই ছবি মোট আয় ৪৮ কোটি রুপি তুলে নিয়েছে নিজের ঝুলিতে।
ছবিটি মুক্তির পরই সমালোচকরা ‘দ্য কেরালা স্টোরি’কে তৃতীয় শ্রেণির ছবি হিসেবে আখ্যা দিয়েছেন। সিংহভাগ সমালোচকই পাঁচের মধ্যে মাত্র ০.৫ রেটিং দেন। কিন্তু বক্স অফিস বদলে দিচ্ছে সেই হিসাব-নিকাশ।