প্রায় অর্ধশতাব্দী পর চাঁদে অভিযান পরিচালনা করেছিল রাশিয়া। তবে শেষ সময়ে এসে তাদের সেই অভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। এই ঘটনার পর দেশটির শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের একজনকে মস্কোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, রাশিয়ার চাঁদ মিশনের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী মিখাইল মারোভ।
খবরে বলা হয়েছে, ৯০ বছর বয়সি মিখাইল মারোভের স্বাস্থ্যের তীব্র অবনতি হয়। লুনা-২৫ চাঁদে ধ্বংস হওয়ার পর বার্তা দিয়েছিলেন তিনি। মিখাইল মারোভ সেসময় বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে চাঁদে অবতরণ করা সম্ভব হয়নি।’
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস শনিবার সকালে জানায় যে, চাঁদে পাঠানো মহাকাশ যান লুনা-২৫ এর সঙ্গে পৃথিবীর কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত সোমবার এটির চাঁদে অবতরণের কথা ছিল।
এক বিবৃতিতে রসকসমস জানায়, মহাকাশযানটি একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিউজ চ্যানেল আরবিসি এবং মস্কোভস্কি কমসোমোলেটস সংবাদপত্রকে জ্যোতির্বিজ্ঞানী বলেছেন যে, রাশিয়ার চাঁদের অভিযানের ব্যর্থতা এতটাই বিধ্বংসী ছিল যে এটি তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে।
মস্কোর ক্রেমলিনের কাছাকাছি অবস্থিত সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে সাংবাদিকদের মিখাইল মারোভ বলেন, ‘আমি পর্যবেক্ষণে আছি। আমি কীভাবে চিন্তা করব না, এটি মূলত জীবনের একটি বিষয়। এটি খুব কঠিন।’
বিজ্ঞানী মিখাইল সোভিয়েত ইউনিয়নের জন্য পূর্ববর্তী মহাকাশ মিশনে কাজ করেছিলেন। লুনা-২৫ মিশনকে তার জীবনের কাজের চূড়ান্ত ধাপ বলে অভিহিত করেছিলেন।
তিনি মস্কোভস্কি কমসোমোলেটস সংবাদপত্রকে বলেছিলেন যে, তিনি আশা করেন যে দুর্ঘটনার পিছনের কারণগুলি নিয়ে আলোচনা করা হবে এবং কঠোরভাবে পরীক্ষা করা হবে।
রোসকসমস দুর্ঘটনার কারণগুলো খতিয়ে দেখতে মন্ত্রী পর্যায়ের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে।