শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, চাঁদাবাজি আমাদের কাজ না, ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না। অতীতের সরকার এটা করেছে বলে মানুষ তাদের ওপরে ক্ষেপে গিয়ে আজকে এ পরিণত হয়েছে। সেই কাজ যারা করবে, ভবিষ্যতে তাদেরও একই রাস্তা ধরতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দল-ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা সেই তারুণ্য নির্ভর, মানবিক বাংলাদেশ গড়ে তুলব। বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন-গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই। কারণ, এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগণের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাদের চাওয়া একটাই, নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিনের জোয়াদ্দারের সঞ্চালনায় সুধী সমাবেশে জামায়েতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদীসহ সুধীজনরা বক্তব্য রাখেন। এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।