চাঁদপুরে শুরু হয়েছে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। করোনার মধ্যেই ঘরবন্দির মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। মঙ্গলবার (১ জুন) সকাল থেকেই টানা ঝুমবৃষ্টি। এর মধ্যে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে একত্রিত হয়েছে এমন একদল প্রতিশ্রুতিশীল ফুটবলার। যাদের সবার বয়স ১৭ এর নিচে। আর এমন পরিবেশেই শুরু হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃষ্টি উপেক্ষা করে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আনসারের কমান্ড্যান্ট ইব্রাহিম খলিল, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ফুটবল উপকমিটির শাহির হোসেন পাটোয়ারী প্রমুখ। এরপর শুরু হয়, ফুটবলের লড়াই। এতে অংশ নেওয়া উঠতি বয়সী ফুটবলাররা আগামী দিনে নিজেদের মানসম্মত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। এই টুর্নামেন্টে চাঁদপুরের ৮ উপজেলা এবং একটি পৌরসভার ১৮টি দল।
এদিকে, অনেক দিন পর হলেও ফুটবলে মাঠ জমে উঠায় দর্শকরাও বেশ খুশি। অন্যদিকে, করোনার ধাক্কা কাটিয়ে এমন একটি আয়োজন করতে পেরে সন্তুষ্ট আয়োকজকরা। আগামী ৪ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে চাঁদপুরে সমাপ্তি ঘটবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির।