মৌলভীবাজারের গরীবের ডাক্তার প্রবীণ চিকিৎসক সত্য রঞ্জন দাস মারা গেছেন।
রোববার (৩০ অক্টোবর) ভোর ৫টা ১৫ মিনিটে চলে সিলেটের এক বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ডা. সত্য রঞ্জন দাস মৌলভীবাজারের গরিবের ডাক্তার হিসেবেই পরিচিত ছিলেন। শহরের সেন্ট্রাল রোডে তার চেম্বার ছিল। বাসা জেলা শহরের সৈয়ারপুর এলাকায়। তার সদর দরজা ছিল সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত। তিনি ছিলেন সব শ্রেণি পেশার মানুষদের ভরসার জায়গা। ডাক্তারের ফি হিসেবে কেউ ২০ টাকা, কেউ ৫০ টাকা, কেউবা ১০০ টাকা দিয়ে তার কাছ থেকে বিভিন্ন রোগের রোগীরা চিকিৎসাপত্র নিতেন। কারোর কাছে টাকা না থাকলে বিনামূল্যেই রোগী দেখতেন। সঙ্গে সাধ্যমতো ওষুধও দিতেন গরীবের ডাক্তার সত্যবাবু। প্রবীণ এই ডাক্তারের মৃত্যুতে তাই শহর জুড়ে নেমেছে শোকের ছায়া।
ডাক্তার সত্য রঞ্জন দাসের থেকে চিকিৎসা সেবা নেওয়া আলফাজ, রতন, শিউলি বেগম ঢাকা মেইলকে জানান, সত্যবাবুর হাতে চিকিৎসা নেননি এই শহরে খুব অল্প মানুষই পাওয়া যাবে। কিছুদিন আগেও যখন এই শহরের এতগুলো মেডিক্যাল সেন্টার ছিল না, তখন সত্য বাবুই ছিলেন সকলের ভরসা। ছোট শিশু থেকে শুরু করে বুড়ো সবাইকে সত্য বাবু চিকিৎসা দিতেন উদারভাবে। চিকিৎসা শেষে কখনোই, কোনো দিন টাকা চাননি নিজ থেকে। যার যা খুশি দিয়ে গেছে, তা পেয়েই খুশি ছিলেন তিনি।
মানবিক ও গরীবের ডাক্তার সত্য রঞ্জন দাসের শেষকৃত্য অনুষ্ঠান আজ দুপুর ১২টায় জেলা শহরের সৈয়ারপুর পৌর শ্মশানঘাটে অনুষ্টিত হয়।