অবশেষে চলতি মাসি শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষকদের অনলাইন ভর্তি কার্যক্রম। অনলাইনে বদলির জন্য বানানো সফটওয়্যারের হালনাগাদ কাজ শেষ পর্যায়ে। এরপর পাইলটিং করে চলতি বছরের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার এ তথ্য জানিয়ে তিনি বলেন, গত বছরের মতো এবারও উপজেলা থেকে উপজেলায় বদলি দিয়ে কার্যক্রম শুরু হবে। আর শেষ হবে মহানগর এবং সিটি কর্পোরেশনেরব বদলির মাধ্যমে।
- জানা গেছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হয়। অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এজন্য নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হয়। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারণ হবে।