আজ শনিবার (২৩ আগস্ট) নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেই দলে চমক হিসেবে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি। দলে রয়েছে ওয়ানডেতে অভিষেক না হওয়া রুবাইয়া হায়দার ঝিলিকও।
১৯ বছর বয়সী সুমাইয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। টপঅর্ডারে ব্যাটিং করেন তিনি। বয়সভিত্তিক দলে ধারাবাহিক পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন। সুমাইয়ার অধীনে খেলেছেন স্পিনার নিশিতা আক্তার নিশি। মাত্র ১৭ বছর বয়সেই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের দলে তিনি।
অবশ্য ইতোমধ্যে এই দুজনেরই গায়ে চাপানো হয়েছে জাতীয় দলের জার্সি। গত বছর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুমাইয়া তার একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছেন। নিশি অবশ্য ১৭ বছর বয়সেই খেলেছেন দুটি ম্যাচ।
ওয়ানডে অভিষেক না হলেও রুবাইয়া আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ। জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন দুই টপঅর্ডার ব্যাটার দিলারা আক্তার দোলা ও ইসমা তানজিম এবং স্পিনার জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশের বিশ্বকাপ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রুবাইয়া হায়দার ঝিলিক, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি।