আজ শুক্রবার (৪ জুলাই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্বাভাবিকভাবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস। লিটনের দলে এসেছে বড় কিছু পরিবর্তন।
চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে জায়গা পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে সবচেয়ে বড় চমক বোধহয় গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানার স্কোয়াডে না থাকা। ১৬ সদস্যের স্কোয়াডে তাকে রাখেনি বিসিবি। বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদও। স্কোয়াডে নেই স্পিনার তানভীর ইসলাম।
বাংলাদেশের সর্বশেষ সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে এবার তাকে স্কোয়াডেও রাখেনি নির্বাচকরা।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১৩ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে ডাম্বুলাতে। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।