শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, ‘সিন্ডিকেট সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বহিষ্কারাদেশ পাওয়া ৯ জন ছাত্রীকে আত্মপক্ষ সমর্থনে ১৫ দিন সময় দেওয়া হবে। এছাড়া সনদ বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে আইন বিভাগের ওই ছাত্রীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীকে লাঞ্ছিত করার অপরাধে আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৯ জনকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের সামনে অবস্থিত শেখ হাসিনার ম্যুরাল এবং হলের সামনে কংক্রিট দিয়ে নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই হলের শিক্ষার্থীরা। একপর্যায়ে সেখানে উপস্থিত আফসানা এনায়েত এমি কোরবান আলীর গায়ে হাত তুলেন।