শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে ডলারের মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের প্রতি আহবান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি মাহবুবুল আলম তাদের কাছে পাঠানো চিঠিতে এ আহবান জানান। সোমবার চেম্বারের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
মূলধনী যন্ত্রপাতির আমদানি ব্যয় বৃদ্ধি শিল্পায়নের গতিকে ব্যাহত করবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। করোনা পরিস্থিতির কারণে অর্থনীতিতে অত্যন্ত নাজুক অবস্থা বিরাজ করছে। এ সময়ে ডলারের অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে উল্লেখিত খাতসহ সামগ্রিক অর্থনীতিতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে যা কোনোভাবেই কাম্য হতে পারে না। চিঠিতে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিকারকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা, ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বৃদ্ধিসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।