চট্টগ্রামে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রাম কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল মালেক রুমি, ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাইমুন, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু তোরাব, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফায়েত হোসেন রাজু, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিমু। চট্টগ্রামে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের নেতৃত্বাধীন বিবদমান দুই গ্রুপ এ সংঘর্ষে জড়ায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, একটি পক্ষ অহেতুক ক্যাম্পাসে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সৌরভ সাহা নামের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করলেও বিনা কারণে মাহমুদুল করিমের অনুসারীরা তাদের (সুভাষ মল্লিকের) ছেলেদের ওপর হামলা করেছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য মাহমুদুল করিমকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ যুগান্তরকে বলেন, ‘কলেজ ক্যাম্পাসে দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তবে কেন কী কারণে এ সংঘর্ষ হয়েছে, তা তিনি জানেন না।