চট্টগ্রামের বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী কবরস্থানের জায়গায় সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার মূল আসামি ইয়াকুবসহ তিন জনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। এসময় ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শাহ মোহাম্মদ আবদুর রউফ। গ্রেফতারকৃত তিনজন হলেন- ইয়াকুব, ওসমান ও মাসুদ।
আবদুর রউফ বলেন, বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত ইয়াকুবসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শুক্রবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত বলবেন।
এর আগে ১৬ জুন দুই গ্রুপের সংঘর্ষের সময় অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণকারী জাহিদুর আলমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
১১ জুন বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছিলেন। এরপরপই ইয়াকুবসহ ২১ জনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল।